কক্সবাজার বিমানবন্দরের পাশাপাশি সাগর পাড়ে আরেকটি আন্তির্জাতিক বিমানবন্দর করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম মাহবুব আলী।

আরেকটি আন্তির্জাতিক বিমানবন্দর করার পরিকল্পনা রয়েছে বলে জানালেন বিমান প্রতিমন্ত্রী এম মাহবুব আলী। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যানবাহন উপ কমপ্লেক্সে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘বিভিন্ন দেশ থেকে এয়ারলাইনসগুলো থার্ড টার্মিনাল ব্যবহারের জন্য আসছে। ঢাকার বাইরেও অন্যান্য এয়ারপোর্ট উন্নয়নে কাজ চলছে।’
মাহবুব আলী জানান, সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ও দেশে আঞ্চলিক হাব গড়ে তুলতে সৈয়দপুরে আরেকটি এয়ারপোর্ট ও রানওয়ে তৈরি করা হবে আঞ্চলিক হাব তৈরির জন্য। সংস্কার করা হচ্ছে ওসমানী ও চট্টগ্রাম বিমানবন্দরও।
আরও পড়ুন: বদলে যাচ্ছে দেশের ৮টি বিমানবন্দর
এছাড়া শ্রমিকদের সব দাবি মানা হবে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রতিযোগিতা মেনে আয় করতে হবে। তাহলেই সব দাবি মানা সহজ হবে। এয়ারলাইনসগুলো কোন কোন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক প্রতিযোগিতা করে সেটি বিবেচনায় নিয়ে কাজ করতে হবে।’
স্মার্ট এভিয়েশন খাত গড়ে তুলতে যাত্রী সেবার মান যেন বৃদ্ধি পায় সেজন্য কাজ করতে হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম, চেয়াম্যান মোস্তফা কামাল, পরিচালক সিদ্দিকুর রহমান প্রমুখ।

0 تعليقات