Random Posts

header ads

পুঁজিবাজারে বেড়েছে লেনদেন, সূচকেও উত্থান

 

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে সব কটি সূচকের মান। পাশাপাশি লেনদেন বেড়েছে উভয় শেয়ারবাজারেই।

টানা পতনের পর পুঁজিবাজারে বেড়েছে লেনদেন ও সূচক। ছবি: সংগৃহীত
টানা পতনের পর পুঁজিবাজারে বেড়েছে লেনদেন ও সূচক। ছবি: সংগৃহীত

বাণিজ্য ডেস্ক

২ মিনিটে পড়ুন

বৃহস্পতিবার (৩১ আগস্ট) পুঁজিবাজারে সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

 

ডিএসইতে বৃহস্পতিবার প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৯ দশমিক ৪৯ পয়েন্টে। এ ছাড়া ডিএস-৩০ সূচক বেড়েছে ২ দশমিক ০২ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১৪১ দশমিক ৬১ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ১ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭২ দশমিক ৫২ পয়েন্টে।
 
 
ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনও। লেনদেন হয়েছে ৪৫৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৪২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার।
 
এ ছাড়া বৃহস্পতিবার ডিএসইতে ৩১৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৮৭টি কোম্পানির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৩টি কোম্পানির শেয়ারের দাম।
 
লেনদেনের শীর্ষে ছিল ফু-ওয়াং ফুডস। এ ছাড়া ইস্টার্ন হাউজিং, রূপালী লাইফ ইন্সুরেন্স, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, সি পার্ল, রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস, খান ব্রাদার্স, জেমিনী সী ফুড ও ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

 

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন বেড়েছে সব সূচকের মান। বৃহস্পতিবার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ১৮ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৩৩ দশমিক ১৮ পয়েন্টে। এ ছাড়া সিএসসিএক্স সূচক ১১ দশমিক ০৪ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ১ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৩৯ দশমিক ৪৪ পয়েন্টে ও ১ হাজার ৩০৮ দশমিক ৪৯ পয়েন্টে।
 
 
আর সিএসই-৩০ সূচক ১৭ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৯০ দশমিক ৫৬ পয়েন্টে। এ ছাড়া সিএসআই সূচক অবস্থান করছে ১ হাজার ১৭৫ দশমিক ১২ পয়েন্টে। সূচক বেড়েছে শূন্য দশমিক ১২ পয়েন্ট।
 
সিএসইতে বৃহস্পতিবার বেড়েছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ১৮ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ২ কোটি ২৬ লাখ টাকা।
 
সিএসইতে ১৪৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ৪০টির ও অপরিবর্তিত রয়েছে ৫৫টির কোম্পানির শেয়ারদর।

إرسال تعليق

0 تعليقات