লা পাজ—বলিভিয়ার অন্যতম এই রাজধানী শহর আন্তর্জাতিক ফুটবলে অনেক পরাশক্তি দলের কাছেই আতঙ্কের এক নাম। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬৫০ মিটার ওপরে অবস্থিত এ শহরে বাইরের দেশ থেকে হঠাৎ যাওয়া মানুষদের জন্য স্বাভাবিকভাবে চলাফেরা করাই কঠিন ব্যাপার। এর ওপরে ৯০ মিনিট ফুটবল খেলা কেমন হবে, তা শুধু অনুমানই করা যায়!
সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে বলে লা পাজে অক্সিজেনের সমস্যা আছে। তাই অল্প পরিশ্রম করলেই সেখানে মানুষ ক্লান্ত হয়ে যায়। এ কারণেই বলিভিয়ায় খেলতে যাওয়া দলগুলোর খেলোয়াড়দের বেশ সমস্যাই পোহাতে হয়।

0 Comments